জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সন্তান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের চাক হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বড় ছেলে আশরাফুল আজিমকে এজিএস পদে মনোনীত করা হয়েছে।
আশরাফুল আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশুনা শেষ করেন।
বাংলাদেশপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন ও শিক্ষার্থী অধিকার নিয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত আশরাফুল আজিম তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য,নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য সহকর্মী ও নেতাদের আস্থা অর্জন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবঘোষিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, নিবেদিত ও কর্মঠ হিসেবে আশরাফুল আজিম অবদানকে মূল্যায়ন করেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা আশরাফুলকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
আশরাফুল আজিম বলেন, “ছাত্রদলের পতাকাতলে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।
Leave a Reply