দেলোয়ার হোসেন রশিদী:
লোহাগাড়া দর্জি পাড়া সড়ক সংস্কার কাজ পরিদর্শনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে দর্জি পাড়া সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত মানসম্মত কাজ সম্পন্নের আহ্বান জানান।
পরিদর্শন শেষে সাজ্জাদুর রহমান বলেন, “বিএনপি সবসময় জনস্বার্থের রাজনীতি করে। জনগণের চলাচল ও জীবনমানের উন্নয়নই আমাদের অঙ্গীকার। সরকার পরিবর্তন হোক বা না হোক – আমরা মানুষের পাশে থাকবো, কারণ জনগণই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন অবহেলিত এই সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।”
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply