দেলোয়ার হোসেন রশিদী:লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা চুনতিতে জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষ মার্কায় গণসংযোগ করছে।
১৪ ই নভেম্বরের শুক্রবার সকাল হতে দিনব্যাপী চুনতি দুই নম্বর ওয়ার্ডের হাদুর পাহাড়, নতুন পাডা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির , যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকসহ অংগ-সংগঠননে নেতারা। গণসংযোগ কালে প্রত্যেক বাড়িতে বিএনপির ৩১দফা কর্মসুচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পক্ষ থেকে সালাম পোছান, আগামী সংসদ নির্বাচনে ধানের শীর মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি চুনতির সাবেক আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুলাহ, বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার চুনতি বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবদুর নুর সওদাগর, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো হাসান, বিএনপির নেতা বাবুল, নাছির মাঝি, নুর নবী প্রমখ।
Leave a Reply