নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। এ ব্যাপারে বনবিভাগ নিরব ভূমিকা পালন করছে বলে স্থানীয়রা জানান
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বনভিাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন বারবাকিয়া বনবিট অফিসের পূর্ব পাশে সংরক্ষিত বনবিভাগের জায়গায় জনৈক জাহাঙ্গীর আলম দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। বনবিভাগের জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণের নিয়ম না থাকরেও এক ধরনের অসাধু ব্যক্তিগণ কোন ধরনের তোয়াক্কা করছেনা। স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা জানান, এ ভাবে বনবিভাগের জায়গায় পাকা দালান ও স্থাপনা নির্মাণের ফলে বন্যপ্রাণী ও পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। একশ্রেণির বনখেকো ব্যক্তিরা বনবিভাগের সামাজিক বনায়ন কেটে সাবাড় করছে। এর ফলে আবহাওয়া দিন দিন গরম বেড়ে যাচ্ছে। স্থানীয়রা আরো জানান, বারবাকিয়া বিট অফিসারকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে এ অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এ অবৈধ স্থাপনা নির্মাণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছ গাছালি কর্তন করা হয়েছে। এ বিষয়ে বারবাকিয়া বিট অফিসার মোহাম্মদ সজীব জানান, বনবিভাগের সংরক্ষিত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব।
Leave a Reply