জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান ৩০০ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি, ধানের শীষের প্রার্থীকে
বিপুল ভোটে জয় যুক্ত করতে মাঠে কাজ করছেন এবং প্রচার প্রচারণা চালাচ্ছেন
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের অনুষ্ঠিত হয়েছে নির্বাচন প্রস্তুতিকালিন এই কর্মী সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন এবং উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল কবির রাকিবসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে নেতাকর্মীরা বলেন,
বান্দরবানের এই আসনের ধানের শীষের প্রার্থী হয়েছেন সাচিং প্রূ জেরি। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণায় নেমেছি। আশা করি, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করবেন।
সমাবেশ শেষে নির্বাচন প্রস্তুতি ও প্রচারণার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়র উছাই মং এর নেতৃত্বে চাইহ্লাথোয়াই মার্মাকে আহবায়ক করে ৩৫০ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।পরে সোনারছড়ি ইউনিয়নে আবু বক্কর ছিদ্দিক কে আহবায়ক ও আব্দু রশিদ কে সদস্য সচিব করে ৩১ জন বিশিষ্ট ওলামা দলের কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply