জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীর কাটা চেয়ারম্যান পাড়ায় ট্রাক্টর দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ
(২৩) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে
গুরুতর আহত হন মোহাম্মদ আসিফ। আহত আসিফকে ঘটনাস্থল থেকে হাসপাতলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মোহাম্মদ আসিফ ওই এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ একজন ভদ্র,নম্র ও পরিশ্রমী যুবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
Leave a Reply