জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “পুলিশ সদস্যদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকভাবে জনগণের সেবা দিতে সক্ষম হবে। বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন,সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।এ সময় তিনি থানার প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আরও মনোযোগী ও সচেতন হওয়ার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধাসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা।
Leave a Reply