রিয়াজ উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মো: শামশুল আলম বলেছেন, ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়সমুহে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ফলে বিশ্ববিদ্যালয়ে ৩-৪ মাস লেখাপড়া বন্ধ থাকে। কিন্তু মাদ্রাসা সমুহে কোন মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি অত্র মাদ্রাসার দাবীসমুহ পূরণ করার আশ্বাস প্রদান করেন। ১৬ জানুয়ারী (শুক্রবার) উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনসারুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ এ,এইচ এম বদিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, চ.বি. ইসলামের ইতিহাসের প্রফেসর তাওহিদুল ইসলাম, মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. সানাউল্লাহ, মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি এডভোকেট হেলাল বিন মন্জুর, অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন, মাওলানা আশরাফ আলী, মাওলানা দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াক্কাচ, অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার দলিলুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ এমইউপি, এডভোকেট হাসানদৌল্লাহ মিনার, ডা: বেলাল উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ফরহাদ প্রমুখ।
Leave a Reply